আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস বয়ন শিল্পের বন্টন

 Account for the dispersal of cotton textile industry in USA.

মার্কিন যুক্তরাষ্ট্রে  কার্পাস শিল্পের কেন্দ্রীভবনের কারণ

আমেরিকা যুক্তরাষ্ট্রের কার্পাস বয়ন শিল্পের বন্টন 


উঃ- আমেরিকা যুক্তরাষ্ট্রে কার্পাস শিল্পের প্রাথমিক কেন্দ্রীভবন ঘটে দেশের উত্তর-পূর্বের নিউ ইংল্যান্ড অঞ্চলে। এই অঞ্চলের প্রাথমিক কেন্দ্রীভবনের কারণ ছিল নিম্নরূপ :

এই অঞ্চল কাঁচা তুলা উৎপাদক অঞ্চল থেকে দূরে অবস্থিত হলেও-

(১) দক্ষিণের তুলা উৎপাদক অঞ্চল থেকে এবং মেক্সিকো ও ব্রেজিল থেকে কাঁচা তুলা আনার সুবিধা, 

(২) জনসংখ্যার বিরাট চাহিদা। 

(৩) উপকূলবর্তী অবস্থানে থাকায় বহির্বাণিজ্যের সুযোগ। 

(৪) নিউ ইংল্যান্ডের আর্দ্র জলবায়ু। 

(৫) বন্দরের সান্নিধ্য সহ জল, সড়ক ও রেলপথে চমৎকার যোগাযোগ ব্যবস্থা। (৬) জলবিদ্যুৎ এবং অ্যাপেলেশিয়ান কয়লার সাহায্যে গড়ে ওঠা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে বিদ্যুৎ সরবরাহের প্রাচুর্য ইত্যাদি নিউ ইংল্যান্ডে কার্পাস বয়ন শিল্পের বিকাশে সহায়তা করেছে।


কিন্তু পরবর্তীকালে নিউ ইংল্যান্ড অঞ্চল বস্ত্রবয়নে তার প্রাধান্য হারায় এবং অন্যত্র বিশেষত দক্ষিণে ও মধ্য আটলান্টিক অঞ্চলে এই শিল্পের বিকাশ ঘটে। এই অঞ্চল থেকে কার্পাস শিল্প সরে যাওয়ার কারণগুলি হলঃ


(১) অধিকাংশ মিল খুব প্রাচীন। দক্ষিণের আধুনিক মিলগুলির তুলনায় এর উৎপাদন ব্যয় বেশি পড়ে। 

(২) আর্থিক দিক দিয়ে উন্নত এই অঞ্চলে শ্রমিকের মজুরি খুব বেশি। 

(৩) নতুন শিল্প স্থাপনে ও সম্প্রসারণে জমির অভাব, জমির মূল্য খুব বেশি। 

(৪) কারখানার ভেতরে কৃত্রিমভাবে আর্দ্রতা সৃষ্টি করা যায় বলে আর্দ্র জলবায়ু আর অতিরিক্ত সুবিধা বলে গণ্য হয় না। 

(৫) দক্ষিণ তুলা উৎপাদক অঞ্চল হিসেবে অতিরিক্ত সুবিধা ভোগ করে। 

(৬) দক্ষিণে কারখানা স্থাপনের উপযুক্ত সমতল জমি, নিম্ন কর কাঠামো, সুলভ শ্রমিক ইত্যাদি সুবিধা উত্তর-পূর্বে অনুপস্থিত।


দক্ষিণের তুলা উৎপাদক অঞ্চলে কার্পাস শিল্প সরে যাওয়ার কারণঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বে বিখ্যাত তুলা বলয় অবস্থিত। এখানে ১৯২১ খ্রিস্টাব্দের পর থেকেই কার্পাস বয়নশিল্পের উন্নতি ঘটে। দক্ষিণের রাজ্যগুলি জর্জিয়া, আলাবামা, টেনেসি, ভার্জিনিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় কার্পাস বয়ন শিল্পের একদেশীভবন ঘটেছে।

আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে অবস্থিত দুটি কার্পাস বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রের নাম ?

উত্তর ক্যারোলিনার শারলোটি, কনকর্ড, গ্রিন্সবরো, বেলমন্ট, সলিসবেরী, লিংকনটন, দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিল, পেলজার, ইসল, ক্লিফটন, জর্জিয়ার কলম্বিয়া, গ্রানিটভিল, টেনেসির ন্যাশভিল, আলাবামার আটলান্টা, মেরুন, মিসিসিপির মন্টগোমরী প্রভৃতি বস্ত্রশিল্পের উল্লেখযোগ্য কেন্দ্র। এই অঞ্চলে প্রাথমিক একদেশীভবনের কারণ


(১) স্থানীয় দীর্ঘ ও মধ্যম আঁশযুক্ত কাঁচা তুলার প্রাচুর্য। 

(২) দক্ষিণ অ্যাপলেশিয়ানের কয়লাখনি অঞ্চলের নৈকট্য।

(৩) সুলভ শ্রমিক, বিশেষত পরিশ্রমী নিগ্রো শ্রমিক। 

(৪) রেল, সড়ক ও উপকূলীয় জলপথে সুন্দর যোগাযোগ ব্যবস্থা এবং দক্ষিণের বন্দরগুলির সান্নিধ্য। 

(৫) জমির স্বল্পমূল্য ও বিশেষ কর ব্যবস্থার সুবিধা। 

(৬) স্থানীয় ও নিকটবর্তী রাজ্যগুলির বিরাট বাজার। 

(৭) দক্ষিণের বন্দরগুলির মাধ্যমে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে বস্ত্র রপ্তানির সুবিধা প্রভৃতি।


দেশের ৩/৪ ভাগ স্পিন্ডলস্-এর সাহায্যে এই অঞ্চলে দেশের প্রায় ৩/৪ ভাগ কার্পাসবস্ত্র তৈরি হয়। ফলে সব রকম কাঁচা তুলারই প্রয়োজন হয় এবং দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রমিকই কাজে লাগে। তবে চুন বর্জিত প্রাকৃতিক জলের অভাব এখনো রয়েছে যা বস্ত্র ধোলাই, রং ও ছাপার কাজের জন্য প্রয়োজন। বর্তমানে কাঁচা তুলা উৎপাদক অঞ্চল পশ্চিমে সরে যাওয়ায় কাঁচা তুলা টেক্সাস, নিউ মেক্সিকো থেকে নিয়ে আসতে হয়। ফলে কাঁচা তুলার ব্যাপারে আগের মতো সুবিধা আর নেই। তবুও ভৌগোলিক স্থিতি-প্রবণতা (Geographical Inertia) এখানে কার্পাস বস্ত্রশিল্পের শ্রেষ্ঠত্ব এখনও বজায় রেখেছে।

 মধ্য আটল্যান্টিক অঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণঃ

এই অঞ্চল 

(১) নিপুণ শ্রমিক, 

(২) উন্নত যন্ত্রপাতি, 

(৩) আঞ্চলিক বৈদেশিক বাজার, 

(৪) সুলভ জলবিদ্যুতের প্রাচুর্য, 

(৫) আটল্যান্টিক সমুদ্রোপকূলবর্তী অবস্থান ইত্যাদির সুবিধায় কার্পাস বয়ন শিল্পে উন্নতি করেছে। পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ফিলাডেলফিয়া প্রভৃতি অঞ্চলে কার্পাস শিল্পের উল্লেখযোগ্য কেন্দ্রীভবন ঘটছে। এই কেন্দ্রগুলিতে প্রচুর হোসিয়ারী দ্রব্য প্রস্তুত হয়।

Post a Comment

0 Comments