ম্যানগ্রোভ অর্থ কি-ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কি-Myangrobh aranyar boisisto

ম্যানগ্রোভ অরণ্য কী? ম্যানগ্রোভ অরণ্য বৈশিষ্ট্য লেখ।  [What is Mangrove forest. Characteristics of this forest.]

 ম্যানগ্রোভ অর্থ কি 

সমুদ্র উপকূলবর্তী অঞ্চল ও ব-দ্বীপ অঞ্চলে জোয়ার ভাটা অধ্যুষিত লবণাক্ত মৃত্তিকায় যে বিশেষ ধরণের উদ্ভিদ জন্মায় তাদের ম্যানগ্রোভ উদ্ভিদ বলে।

ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য

ম্যানগ্রোভ অরণ্য বৈশিষ্ট্য 

(i) এখানকার উদ্ভিদগুলি সমুদ্রের জোয়ারের লবণাক্ত জলের ওঠা নামার সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে।

(ii) কর্দমাক্ত নরম মৃত্তিকায় সোজাসুজি দাঁড়ানোর জন্য উদ্ভিদের শিকড় অনেক গভীরে বিস্তৃত হয়।

ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য

(iii) গাছের কাণ্ডকে ধরে রাখার জন্য ঠেসমূল লক্ষ্য করা যায়।

(iv) অতিরিক্ত শ্বাসকার্যের জন্য শ্বাসমূল লক্ষ্য করা যায়।

(v) ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়। 

(vi) মৃত্তিকা ক্ষয়ের হাত থেকে উপকূলকে রক্ষা করে।

Post a Comment

0 Comments