সুন্দরবন অঞ্চলের মূল প্রাকৃতিক বৈশিষ্ট্য-physical characteristics of Sundarbon region

সুন্দরবন অঞ্চলের মূল প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।physical characteristics of Sundarbon region 

দক্ষিণ ২৪ পরগণার দক্ষিণ অংশকে কেন্দ্র করে থাকা অঞ্চলকে সুন্দরবন বলে। এই অঞ্চলের সক্রিয় ব-দ্বীপের অন্তর্গত উল্লেখযোগ্য ব-দ্বীপগুলি হল গোসাবা, হাসানাবাদ, হিঙ্গলগঞ্জ প্রভৃতি থানা নিয়ে ২৪ পরগনায় সুন্দরবন গঠিত হয়েছে। এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি হল—



(ক) ভূ-প্রকৃতি : ইহা নিম্ন জলাভূমি দ্বারা গঠিত ও লবণাক্ত প্রকৃতির। বঙ্গোপসাগরীয় জোয়ারের জল পুরোদেশীয় বাঁধের পশ্চাতে আটকে যায়। প্রতিনিয়ত জোয়ারের জল আটকে যাওয়ার জন্য কর্দমাক্ত লবণাক্ত সমতল ভূমি গঠন করে।


(খ) নদ-নদী : এই অঞ্চলের নদনদী ক্ষুদ্রাকার হয়। নদীগুলি লবণাক্ত ও মিষ্টি জলের মিশ্রণ দ্বারা গঠিত হয়। সুন্দরবন অঞ্চলের নদীর নাম এখানের নদীগুলি হল মাতলা, গোসাবা, বিদ্যাধরী, হাড়িয়াভাঙ্গা, হরিণঘাটা, হামিরা ইত্যাদি। এখানকার বেশীরভাগ নদী জোয়ারের জলে জলপূর্ণ থাকে বলে এদের খাঁড়ি বলা হয়।সুন্দরবনের দুটি নদীর নাম


(গ) জলবায়ু : সুন্দরবন অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় এখানে বার্ষিক উষ্ণতার প্রখরতা কম। গ্রীষ্মকালে গড় উষ্ণতা ৩০°-৩২% এবং শীতকালে গড় উষ্ণতা ১৬৭-১৯º হয়ে থাকে। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ুপ্রবাহের জন্য প্রবল (২০০ সেমি) বৃষ্টিপাত হয়ে থাকে।

Post a Comment

0 Comments