গীতিকবিতা কাকে বলে? গীতিকবিতা কয় প্রকার ও কি কি ? গীতিকবিতার বৈশিষ্ট্য ?

 গীতিকবিতা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখ।

 গীতিকবিতা কাকে বলে? গীতিকবিতা কয় প্রকার ও কি কি ? গীতিকবিতার বৈশিষ্ট্য ? 



গীতিকবিতার সংজ্ঞা: কবিহৃদয়ের গোপনতম অনুভূতি সুরঝংকারে, ছন্দমাধুর্যে আপন বিশিষ্টতায় প্রকাশিত হলে তাকেই বলা হয় গীতিকবিতা বা Lyric । প্রাচীন গ্রীসে Lyre (বীণা) সহযোগে গীত হত বলে এর নাম Lyric । গীতিকবিতা সম্পূর্ণভাবেই কবি হৃদয়ের প্রতিচ্ছবি। যদিও এতে কবির প্রেমানুভূতি, স্বদেশপ্রেম, প্রকৃতিপ্রীতি, ব্যক্তিগত চিন্তা ও তত্ত্বভাবনা প্রকাশিত হয়।

🔥 বাংলা ভাষায় একটি সার্থক গীতিকবিতার নাম ? 

👉  অভিশাপ

গীতিকবিতার বৈশিষ্ট্য : ওয়ার্ডসওয়ার্থ গীতিকবিতা সম্পর্কে বলেছেন, এই রচনা প্রবল আবেগের প্লাবন। হেগেলের মতে, গীতিকবিতা তীব্র ভাবেই মন্ময় ও ব্যক্তিগত প্রকাশ। সাম্প্রতিক কালে গীতিকবিতার যে প্রধান বৈশিষ্ট্য চিহ্নিত হয়েছে তা হল সংগীতধর্মীতা। বিখ্যাত সমালোচক ব্ল্যাকমিউর বলেছেন, এই কবিতার রচনায় শব্দগুলি সাঙ্গীতিক ধ্বনির বিন্যাসের মধ্য দিয়ে কবিতার অর্থ তৈরী করে। ইংরেজ সমালোচক অ্যাবারক্রম্বির মতে, একজন কবি ভাষাকে আনন্দদায়ক ও উত্তেজক সঙ্গীতে পরিণত করার জন্য রচনা করেন না, তিনি তাঁর বক্তব্য যাতে আমাদের মনে বিচিত্রভাবে প্রভাব বিস্তার করে তার জন্যই ভাষায় এইরকম সঙ্গীত রচনা করেন। উৎকৃষ্ট গীতিকবিতায় শব্দ ও ছন্দের বিন্যাসে কবির ব্যক্তিক অনুভূতি সার্থক হয়ে ওঠে শিল্পে। কেবলমাত্র আবেগ নির্ভর আনন্দ-বেদনাই গীতিকবিতার মূল বৈশিষ্ট্য নয়। সার্থক লিরিকের মধ্যে ছন্দিত হয়ে ওঠে সমষ্টির জীবন ও অভিজ্ঞতার সমুন্নত চিত্রকল্প ।গীতিকবিতা উদাহরণ   তিনি তখন আমি থেকে 'আমাদের প্রতিনিধি হয়ে ওঠেন। প্রাচীন গীতিকবিতাগুলিতে সামগ্রিক জীবন-জীবিকা, আশা-আকাঙ্ক্ষা, সামাজিক মানুষের চাহিদা প্রাপ্তি প্রভৃতি সর্বজনীনতা লাভ করত। বর্তমান যুগ নিঃসঙ্গতার যুগ, জটিল যন্ত্রযুগের আবেষ্টনে গীতিকবিতাগুলি হয়ে উঠেছে একক কামনা বাসনা প্রধান। তবুও প্রকৃতিচেতনায় স্বাদেশিকতায় পুরনো যুগের সাংগঠনিক সমাজচৈতন্য মুছে যায় নি।

Post a Comment

0 Comments