ক্রোমাটিন, Chromatin,ক্রোমাটিনের সংজ্ঞা,ক্রোমাটিনের প্রকারভেদ,ইউক্রোমাটিন,হেটারোক্রোমাটিন,ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য

 ক্রোমাটিন (Chromatin):

ক্রোমাটিনের সংজ্ঞা (Definition): ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদান হিসেবে DNA, RNA ও প্রোটিন একত্রিত হয়ে যে-সূত্রাকার অংশ গঠন করে, তাকে ক্রোমাটিন বলে।


ক্রোমাটিনের প্রকারভেদ (Types of chromatin):

ক্রোমাটিন দু-প্রকার, যথা-ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন।

ইউক্রোমাটিন (Euchromatin): কোশচক্রের ইন্টারফেজ

দশায় অপেক্ষাকৃত প্রসারিত, বিভাজন দশায় কুণ্ডলীকৃত, সমভাবে রঞ্জিত, সক্রিয় জিনসমন্বিত ও ক্রসিং ওভারে অংশগ্রহণকারী ক্রোমাটিনকে ইউক্রোমাটিন বলে।

হেটারোক্রোমাটিন (Heterochromatin): কোশচক্রের ইন্টারফেজ ও বিভাজন দশায় কুণ্ডলীকৃত অবস্থায় বর্তমান, গাঢ় বর্ণ গ্রহণকারী, নিষ্ক্রিয় ক্রোমাটিনকে হেটারোক্রোমাটিন বলে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, নিউক্লিয়োলার অরগানাইজার অংশে হেটারোক্রোমাটিন দেখা যায়।


হেটারোক্রোমাটিন দু-প্রকার, যথা-

* কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন:

* ক্রোমোজোমের অধিকাংশ হেটারোক্রোমাটিন এই প্রকার। এরা কোশচক্রে সবসময় কুণ্ডলীকৃত থাকে।

◆ ফ্যাকালটেটিভ হেটারোক্রোমাটিন:

* কোশচক্রের কোনো নির্দিষ্ট সময়ে কোনো ক্রোমাটিন ঘনীভূত হলে, তাকে ফ্যাকালটেটিভ হেটারোক্রোমাটিন বলে।


* ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য (Differences between Euchromatin and Heterochromatin):


 

 

ইউক্রোমাটিন

 

হেটারোক্রোমাটিন

1

ইন্টারফেজ দশায় হালকা ও বিভাজন দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়।

 

1

ইন্টারফেজ ও বিভাজন উভয় দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়।

2

এটি অকুণ্ডলীকৃত অবস্থায় থাকার দরুন বংশগতিতে সক্রিয়।

2

এটি কুণ্ডলীকৃত ঘনীভূত অবস্থায় থাকায় বংশগতিতে নিষ্ক্রিয়।

3

ক্রসিং ওভারে অংশগ্রহণ করে ও প্রকরণের সৃষ্টি করে।

3

ক্রসিং ওভারে অংশগ্রহণ করে না ও প্রকরণের সৃষ্টি করে না।

4

 তাপমাত্রা, জীবের বয়স ও লিঙ্গ দ্বারা প্রভাবিত হয় না।

4

তাপমাত্রা, জীবের বয়স ও লিঙ্গ দ্বারা প্রভাবিত হয়।

5

 DNA-এর পরিমাণ বেশি।

5

DNA-এর পরিমাণ কম।

6

এই অঞ্চলে ক্রসিং ওভার ও অ্যাসাইলেশন ঘটে।

6

এই অঞ্চলে ক্রসিং ওভার ও অ্যাসাইলেশন ঘটে না।

7

 mRNA তৈরির মাধ্যমে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়।

7

mRNA সংশ্লেষ করে না ও প্রোটিন সংশ্লেষে কোনো ভূমিকা নেই।



Post a Comment

0 Comments